Home / আন্তর্জাতিক / এপ্রিলে ইসরাইলের পার্লামেন্টে আগাম নিবার্চনের সিদ্ধান্ত।

এপ্রিলে ইসরাইলের পার্লামেন্টে আগাম নিবার্চনের সিদ্ধান্ত।

আগামী বছরে এপ্রিল মাসে ইসরায়লে আগাম নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেনে প্রধানমন্ত্রী বি: নেতানিয়াহুর মুখপাত্র। বাধ্যতামূলক ভাবে সেনাবাহিনিীতে যোগদানের ক্ষেত্রে কট্টর ইহুদিদের একটি খসড়া বিল আনা নিয়ে বিতকর্ করে তার অবসান না হওয়ায় দলগুলো নতুন নির্বাচনের এ সিদ্ধান্ত নিয়েছে।

নেতানিয়াহু চতুর্থবারের মত ক্ষতায় আছেন ও ১২০ আসনের পার্লামেন্টে খুব কম ব্যবধানে অর্থাৎ ৬১ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছেন । তার নির্ধারিত মেয়াদ শেষে নভেম্বর ২০১৯ ইং নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল।

About po_admin

Check Also

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সৃষ্ট সুনামির চারদিনের মাথায় একই ধরনের ঘটনায় ইতালির সিসিলিতে ইউরোপের সবচেয়ে জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট ইটনা থেকে অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *