Home / আচরণ / আওয়ামী লীগের নির্বাচনী মেনিফেষ্টা

আওয়ামী লীগের নির্বাচনী মেনিফেষ্টা

আমার গ্রাম, আমার শহর’ শিরোনামে গ্রামভিত্তিক উন্নয়ন অর্থাৎ প্রতিটি  গ্রামে আধুনিক সুবিধার উপস্থিতি, স্থানীয় সরকার, স্বাস্থ্য, যোগাযোগ, জলবায়ু পরিবর্তন ও সুরক্ষা, শিল্প উন্নয়ন, মুক্তিযোদ্ধাদের কল্যাণসাধন, ক্রীড়া, সংস্কৃতি, প্রতিরক্ষাসহ অন্যান্য খাতে থাকবে সুনির্দিষ্ট পরিকল্পনা। ইশতেহারে ২১টি অংগীকার উল্লেখ করা হয়েছে। এগুলো হলো-১. আমার গ্রাম, আমার শহর- প্রতি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ। ২. দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ। ৪. নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা ও শিশুকল্যাণ ৩. তারুণ্যের শক্তি-বাংলাদেশের সমৃদ্ধি: তরুল যুব সমাজকে দক্ষ জনশক্তিকে রূপান্তরিত করা এবং কর্মসংস্থানের নিশ্চয়তা।। ৫. দারিদ্র্য নির্মূল। ৬. সন্ত্রাস-সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ সহ মাদক নির্মূল। ৭. মেগা প্রজেক্টগুলি দ্রæত মানসম্মত বাস্তবায়ন। ৮. আইন ও গণতন্ত্র এর শাসন সুদৃঢ় করা। ৯. পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা। ১০ সকল স্তরে শিক্ষার মান বৃদ্ধি। ১১. সকলের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার নিশ্চয়তা। ১২. সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির অধিকতর ব্যবহার। ১৩. দক্ষ ও সেবামুখী জনপ্রশাসন। ১৪. আধুনিক কৃষি ব্যবস্থা- লক্ষ্য যান্ত্রিকিকরণ। ১৫. বিদ্যুত্ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চয়তা।১৬. জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। ১৭ ব্লু ইকোনোমি অর্থাৎ সমুদ্র সম্পদ উন্নয়ন। ১৮. নিরাপদ সড়কের নিশ্চয়তা। ১৯ . অটিজম কল্যাণ প্রবীণ ও প্রতিবন্ধী । ২০. টেকসই উন্নয়ন ও অন্তর্র্ভুুক্তিমূলক উন্নয়ন-সমৃদ্ধ বাংলাদেশ। ২১. সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি। ইশতেহারে জাতীয় প্রেসক্লাবের বহুতল ভবন নির্মাণ করার অঙ্গীকার করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ  হাসিনা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে আগামী ৫ বছরে জিডিপি ১০ শতাংশে উন্নীত করা হবে। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনকালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে । ২০৩০ সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় উন্নীত করা হবে ৫ হাজার ৪৭৯ ডলারের বেশি। বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে বিশ্বে মাথা তুলে দাঁড়াবে । দারিদ্র্যের হার নেমে আসবে প্রায় শূন্যের ঘরে।

About bnews

Check Also

আধুনিক ও উন্নত শিক্ষা নিশ্চিত করবে সরকার : শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন সময়োপযোগী আধুনিক ও উন্নত শিক্ষা নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *