Home / জাতীয় / টাংগাইলে আওয়ামী লীগের নিবেদিত খান পরিবারের আতাউর রহমান খান একজন গ্রহণযোগ্য প্রার্থীরুপে সফল জনসংযোগ করছেন।

টাংগাইলে আওয়ামী লীগের নিবেদিত খান পরিবারের আতাউর রহমান খান একজন গ্রহণযোগ্য প্রার্থীরুপে সফল জনসংযোগ করছেন।

টাংগাইল -৩ আসন থেকে সংসদ সদস্যপদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিশিষ্ট ব্যাংকার ও টাংগাইলের বিশিষ্ট ব্যাক্তিত্ব ও স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে পারিবারিকভাবে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী খান পরিবারের আতাউর রহমান খান। ব্যাক্তিগত জীবন মিতভাষী ও সাধারণ মানুষের জন্য অত্যন্ত ইতিবাচক এক ব্যাক্তিত্ব জনাব খান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার এক যোগ্য হাতিয়ার হিসাবে দলের সফলতা অগ্রযাাত্রায় এক বিশ্বস্ত প্রার্থীরুপে বিবেচনা করা হচ্ছে।

About po_admin

Check Also

সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ব্যাক্তি ও জাতীয় জীবনের বিভিন্ন সাফল্য ও ব্যর্থতাকে পেছনে ঠেলে কালের গর্ভে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *