ঢাকা ৯ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জনাব সাবের হোসেন চৌধুরীর পক্ষে ব্যাপক গণ সমর্থন সর্বশেষ নির্বাচনী প্রচারণায় এক নজিরবিহীন মিছিলের মাধ্যমে পরিলক্ষিত হয়েছে।
জনাব সাবের হোসেন চৌধুরীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীতায় বিগত ১০ বছরে ও এর পূর্বে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে।
পানির সংকটের সামাধান ঃ
** পানির উৎপাদন ১১.৩ কোটি লিটার বৃদ্ধি ঃ
** বাড়তি উপকারভোগীর সংখ্যা ৭ লক্ষ ৩০ হাজার।
শতভাগ বিদ্যুতায়ন।
** বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি- ১৯২ মেগাওয়াট।
** বিদ্যুৎ লাইনের সম্প্রসারণ- ৬৩ কিঃমিঃ
** ৫৬ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ-২টি
** বিদ্যুতের সংযোগ প্রদান- ৪৪,৫০০ টি
** বাড়তি বিদুৎ গ্রহণকারীর সংখ্যা- ৪,৪৫,০০০
শিক্ষা খাতের উন্নয়ন- ঃ
** বার্ষিক ৪৫ হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছে।
** একটি সরকারী মহাবিদ্যালয় স্থাপন।
** একটি সরাকারী মাধ্যমিক বিদ্যালয় স্থাপন।
** খ্যাতিনামা মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও মতিঝিল মডেল স্কুল এন্ড কল্জে স্থাপন
** উর্ধ্বমুখী সম্প্রসারিত প্রতিষ্ঠানের সংখ্যা ১৯টি।
** নূতন অনুমোদিত প্রকল্প- ৫টি স্কুল এবং ১টি মাদ্রাসা
** ৪৫টি মাদ্রাসা ও এতিমখানায় সোলার প্যানেল স্থাপন
মানুষের স্বাস্ব্য সেবা নিশ্চিতকরণ ঃ
** দেশের প্রথম ও একমাত্র মেডিকেল হাব নির্মাণ।
** ৫০০ শয্যা বিশিষ্ট সরকারী জেনারেল হাসপাতাল স্থাপন [২০১৩]।
** মুগদা মেডিকেল কলেজ স্থাপন [২০১৫]।
** ন্যাশনাল ইনষ্টিটিউট অব এডভান্স নার্সিং এডুকেশন এন্ড রিসার্চ নির্মাণ [২০১৭]।
** মুগদা মেডিকেল জরুরী বিভাগ, অপারেশন বিভাগ, ডায়ালাইসিস ও বিভিন্ন বিভাগের সেবা ** গ্রহণকারীর সংখ্যা- ২১ লক্ষ ১৪ হাজার ৫০০
** মুগদা মেডিকেল কলেজে ৩টি ব্যাচে ১৫০ জন ছাত্র ছাত্রী এমবিবিএস কোর্সে অধ্যয়নরত।
** মুগদা মেডিকেল নার্সি ইন্সটিটিউটের ৩টি ব্যাচে ১৫০ জন শিক্ষার্থী অধ্যান্ রত
** দেশের একমাত্র নার্সিং গবেষণা কেন্দ্রর এর অধীনে ৬ বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালিত।
নাগরিক সুযোগ সুবিধা ঃ
** মানুষের নাগরিক সুবিধান নিশ্চিত হয়েছে।
** আর্থ সামাজিক ব্যবস্থা উন্নয়নে নির্মিথ হয়য়ে জোড়া পুকুর মাঠ, খিলাগাঁও শহীদ আলাউদ্দিন ** পার্ক, বাসাবো সবাুজবাগ খেলাধুলা পার্ক ও বিনোনদ কেন্দ্র। ঢাকা ৯ আসনে বিগত ১০ বছরে ** আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়নে খিলগাও ১নং ওয়ার্ড, সবুজবাগ ৫নং ওয়ার্ড, মানিকনগর ** ৭নং ওয়ার্ড, মুগদা ৬নং ওয়ার্ড এ মোট ৪টি কমিউনিটি সেন্টার নির্মাণ প্রক্রিয়াধীন।
** মুগদা ও রামপুরায় ২টি থানা স্থাপন।
** মাহফিল ও মাদাসায় উন্নয় করা হয়েছে ৩০৫টি।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঃ
** দেশের প্রথম খিলগাঁও ফ্লাইওভার নির্মাণ [ঠিকাদার নিয়োগ- ১৯৯৯, পূর্ণাঙ্গ সম্পন্ন হয়- ২০১৭]
** দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের মাধ্যমে রাস্তা, ড্রেন ও ফুটপাত নির্মাণ- ৩০৮টি
** জেলা পরিষদের মাধ্যমে সড়ক সংস্কার ও উন্নয়ন- ৮৩টি।