একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) প্রতিনিধি দল গণভবনে যায় । তাদের সংগে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনে বিএনপির বিপর্যয়ের জন্য ‘মনোনয়ন বাণিজ্য’কে প্রধান কারণ । প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিরোধী দলের আচরণ ছিল খুবই অদ্ভুত। বিজয়ী হতে পারে এমন প্রার্থীদের মনোনয়ন দেয়নি তারা। তারা প্রতিটি আসনে টাকা নিয়ে তিন থেকে চারজন প্রার্থী মনোনয়ন দিয়েছে। তারা নির্বাচনকে বাণিজ্য হিসেবে নিয়েছে, প্রতিযোগিতায় জিততে চায়নি।’
প্রধানমন্ত্রী আরোও বলেন, কিছু সংখ্যক বিএনপি প্রার্থী তাদের দলের শীর্ষ নেতাদের কথামতো দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসে তাদের মনোনয়নপত্র দাখিল করতে গিয়েছিল। দূতাবাস তাদের মনোনয়নপত্র গ্রহণে অস্বীকৃতি জানিয়ে তাদেরকে রিটার্নিং অফিসারের কাছে বা অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে উপদেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, দলের নেতাদের প্রতি বিরক্ত হয়ে তাঁরা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে মনোনয়ন কেনার জন্য টাকা দেওয়ার কথা স্বীকার করে। গণতন্ত্রের জন্য একটি শক্তিশালী বিরোধী দল খুবই প্রয়োজন – আমরা একটি শক্তিশালী বিরোধী দল চেয়েছিলাম। কিন্তু তারা মনোনয়ন বাণিজ্যের মতো হীন কাজে যদি জড়িয়ে পড়েন তবে আপনারা বিরোধী দল পাবেন কোথায় ।