ঝিনাইদহের হরিণাকুন্ডতেু ভ্যানযোগে বিদ্যুত সংযোগ সরঞ্জাম নিয়ে বাড়িতে যাচ্ছেন বিদ্যুত বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা, গ্রাহকের আবেদন পেলেই ফি নিয়ে বিদ্যুত সংযোগ দেওয়া হচ্ছে । প্রতিদিন সকাল থেকে গ্রামে গ্রামে ঘুরছেন এ ভ্রাম্যমান দল যেখানে আছেন দুজন লাইনম্যান ও একজন ওয়ারিং পরিদর্শক। গ্রাহক বিদ্যুত নিতে চাইলে মাত্র পাঁচ মিনিটেই বিদ্যুত সংযোগ পেয়ে যাবেন – নেই কোনো হয়রানি, নেই কোনো বাড়তি অর্থ প্রদানের ঝামেলা। ‘আলোর ফেরিওয়ালা’ নামে এই ব্যতিক্রমী এই উদ্যোগের উদ্যোক্তা হরিণাকুন্ডু উপজেলা পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শেখ আবদুর রহমান। কর্মসূচীটি চালু করার পর প্রথম চার পল্লী বিদ্যুত ৫৪টি নতুন সংযোগ দিয়েছেন।