Home / জাতীয় / বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন ড. কামাল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন ড. কামাল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে।

পুলিশ বাহিনীকে ‘জানোয়ার–লাঠিয়াল বাহিনী’ হিসেবে উল্লেখ করায় ড. কামাল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সংগঠনটি গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করে ।

অ্যাসোসিয়েশনের দাবি অনুসারে, সংসদ নির্বাচনে পুলিশ সদস্যরা নিয়মতান্ত্রিকভাবে তাঁদের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। নির্বাচনী প্রচার ইস্যুতে ড. কামাল হোসেন তাঁর কোনো নেতা–কর্মী কোনো ধরনের পুলিশি নিপীড়নের শিকার হয়েছেন এমন কোন প্রমাণ দিতে পারেননি। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে জাতি বিভ্রান্ত হতে পারে।

গত মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠকে ড. কামাল হোসেন পুলিশকে জানোয়ার বলেছেন বলে অভিযোগ করে। বুধবার ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করতে তাঁর চেম্বারে যান। তাঁরা বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, ‘ওই অর্থে তো বলিনি। তারা মানুষের মতো ভূমিকা রাখবে, আমরা সবাই সেটাই আশা করি।’ তিনি আরও বলেন, তিনি সব সময়ই পুলিশের প্রশংসা করেছেন। পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন ।

 

About po_admin

Check Also

আধুনিক ও উন্নত শিক্ষা নিশ্চিত করবে সরকার : শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন সময়োপযোগী আধুনিক ও উন্নত শিক্ষা নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *