আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপি এর নির্বাচনের এশতেহার হচ্ছে এক রংগীন ফানুস যাহা ক্ষমতার যাবার পরই চুপসে যাবে ও যাহা নির্বাচনে জেনার জন্যই সাজানো ও অলীক স্বপ্ন, এর সগে বাস্তবতার সম্পর্ক নেই। তিনি বলেন সিংহাসনটাকে যারা ময়ুর সিংহাসন ভাবে ও ক্ষমতার অপব্যবহার করে , দুর্নীতি করে লুটপাট দ্বারা ও হাওয়া ভবন করে দূর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় তবে তাদের ক্ষমতা ফিরে পাওয়া দু:স্বপ্ন ছাড়া কিছু নহে।
Check Also
আধুনিক ও উন্নত শিক্ষা নিশ্চিত করবে সরকার : শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন সময়োপযোগী আধুনিক ও উন্নত শিক্ষা নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান …