প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, একাদশ সংসদ নির্বাচনে গড়ে শতকরা ৮০ ভাগ ভোট পড়েছে বলে জানিয়েছেন । নির্বাচন কমিশনে ভোট-পরবর্তী প্রতিক্রিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য প্রদান করেন। শান্তিপূর্ণ ভোট হলেও কিছু জায়গায় সহিংস তৎপরতার জন্য ১৪ জনের প্রাণহানিতে তিনি গভীর দুঃখ প্রকাশ করেন সিইসি। নুরুল হুদা বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতি ভোট উৎসবে মেতেছিল । ৩০ ডিসেম্বরে ভোট উৎসবে মেতেছিল। রবিবার ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হয়। ফলাফল ঘোষণা করা হয় ২৯৮ আসনের; ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ৩টি কেন্দ্রে পুনঃ ভোট হওয়ার সিদ্ধান্ত হওয়ায় চুড়ান্ত ফলাফল ঘোষণা করা যায়নি। একজন প্রার্থীর মৃত্যু জনিত কারণে গাইবান্ধা-৩ আসনে ভোট গ্রহণ তারিখ ২৭ জানুয়ারি নির্ধারিত হয়েছে।
অভিযোগ থাকলেও ভোট নিয়ে অতৃপ্ত নয় বরং সš‘ষ্ট বলে তিনি জানান সিইসি। কারণ লিখিত কোনো অভিযোগ কমিশন পাননি। ভোটের আগের রাতে ১০০ কেন্দ্রে ভোট নেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে সিইসি বলেন, ‘এটা সম্পূর্ণ অসত্য কথা। আমরা নির্বাচন কমিশন সন্তুষ্ট। আমরা অতৃপ্ত নই। গণমাধ্যমের তথ্য ও দেশি-বিদেশি পর্যবেক্ষকদের তথ্যমতে ভোটের গ্রহণযোগ্যতাও রয়েছে; অনিয়মের লিখিত অভিযোগ পাইনি।