মেক্সিকোর পুয়েবলা রাজ্যের এক গর্ভনর ও তার স্বামী সিনেটর রাফায়েল মোরেনো ভ্যালি দায়িত্ব গ্রহণের দশ দিনের মাথায় মর্মান্তিক প্লেন দুর্ঘটনায় নিহত হয়েছে ।
তাদের হেলিকপ্টারটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হলে স্বামী-স্ত্রী উভয়েরই মৃত্যু হয়।
১৪ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে কেন্দ্রীয় ডানপন্থি ‘পান’ পার্টির সদস্য ৪৫ বছর বয়সী মার্থা ইরিকা আলোনসো প্রথম নারী গর্ভনর হিসেবে পুয়েবলা রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন । প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।-