Home / আন্তর্জাতিক / শপথ গ্রহণের ১০দিনের মধ্যে মেক্সিকো গভর্ণর মার্থা এরিকা অ্যালোনসো স্বামীসহ হোলকপ্টার দূর্ঘটনায় নিহত।

শপথ গ্রহণের ১০দিনের মধ্যে মেক্সিকো গভর্ণর মার্থা এরিকা অ্যালোনসো স্বামীসহ হোলকপ্টার দূর্ঘটনায় নিহত।

মেক্সিকোর পুয়েবলা রাজ্যের এক গর্ভনর ও  তার স্বামী সিনেটর রাফায়েল মোরেনো ভ্যালি দায়িত্ব গ্রহণের দশ দিনের মাথায় মর্মান্তিক প্লেন দুর্ঘটনায় নিহত হয়েছে ।

তাদের হেলিকপ্টারটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হলে স্বামী-স্ত্রী উভয়েরই মৃত্যু হয়।

১৪ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে  কেন্দ্রীয় ডানপন্থি ‘পান’ পার্টির সদস্য ৪৫ বছর বয়সী মার্থা ইরিকা আলোনসো প্রথম নারী গর্ভনর হিসেবে পুয়েবলা রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন । প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।-

About po_admin

Check Also

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সৃষ্ট সুনামির চারদিনের মাথায় একই ধরনের ঘটনায় ইতালির সিসিলিতে ইউরোপের সবচেয়ে জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট ইটনা থেকে অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *