Home / খেলাধুলা / বাংলাদেশ সিরিজে ওয়ানডের অধিনায়কও দু প্লেসিস

বাংলাদেশ সিরিজে ওয়ানডের অধিনায়কও দু প্লেসিস

পাকিস্তানে ক্রিকেট ফেরানোর মহৎ উদ্যোগ নিয়ে যে বিশ্ব একাদশ সেখানে গেছে, সেই দলটার নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসিস। সেই দলে আছেন তামিম ইকবালও। এই তিন টি-টোয়েন্টিতে নিজ দলের অধিনায়ক হিসেবে পাওয়া দু প্লেসিসকেই আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সফরের সব ম্যাচে প্রতিপক্ষের অধিনায়ক হিসেবেই পাবেন তামিম ও তাঁর বাংলাদেশি সতীর্থরা। টেস্ট ও টি-টোয়েন্টিতে আগেই অধিনায়ক ছিলেন দু প্লেসিস, এবার ওয়ানডে অধিনায়কত্বও তুলে দেওয়া হয়েছে তাঁর কাঁধে।

২০ ওভারের ক্রিকেটে দু প্লেসিস দলনেতা সেই ২০১৩ থেকে। পাঁচ দিনের খেলায় নেতৃত্বের দায়িত্বটা পেয়েছেন গত বছরের আগস্টে। ২০১৯ বিশ্বকাপে এই ডানহাতি ব্যাটসম্যানই প্রোটিয়াদের সম্ভাব্য অধিনায়ক, তাই এখন থেকেই অভ্যস্ত হয়ে উঠতে তিন ফরম্যাটেই অধিনায়কত্বের দায়িত্ব তাঁর কাছে সঁপেছে প্রোটিয়া বোর্ড। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন দু প্লেসিস, এরপর দেশে ভারতের বিপক্ষে সিরিজেও তিনিই অধিনায়ক। ২০১৮ সালের জুলাই মাসের আগ পর্যন্ত দেশের বাইরে জাতীয় দলের কোনো সফর নেই দক্ষিণ আফ্রিকার। ২০১০ সালে, গ্রায়েম স্মিথ টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর এত দিন কখনোই তিন ফরম্যাটে একই অধিনায়ক পায়নি প্রোটিয়ারা। নিয়মিত ওয়ানডে অধিনায়ক ডি ভিলিয়ার্সের অনুপস্থিতিতে ৯টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন দু প্লেসিস, তবে পূর্ণকালীন ওয়ানডে নেতৃত্বে অভিষেক হবে বাংলাদেশ সিরিজেই।

তাঁর নেতৃত্বগুণ সম্পর্কে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হারুন লরগাতের অভিমত, ‘সে নিজেকে এসময়ের বিশ্ব ক্রিকেটে একজন সফল নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পাকিস্তান সফরে বিশ্ব একাদশের অধিনায়ক নির্বাচিত হওয়াটা তারই প্রমাণ। তাকে তার নতুন ভূমিকার জন্য অভিনন্দন। ’
টেস্ট সিরিজ শুরুর আগে বেনোনির উইলোমোর পার্কে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ। দলে একটা পরিবর্তন এসেছে। ডানহাতি পেসার এলওয়ান্ডিসওয়া জুমা চোটের কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন, তাঁর জায়গায় এসেছেন দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথিউ ব্রেত্জ। দুই টেস্ট, তিন ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টি খেলতে ১৬ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়বেন বাংলাদেশি ক্রিকেটাররা। ক্রিকইনফো

About bnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *