Home / অপরাধ / রাশিয়ার থেকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র: এরদোগান

রাশিয়ার থেকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র: এরদোগান

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তি করেছে তুরস্ক। আর এতে ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র।

এমনটাই জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জন্য তুরস্কের অপেক্ষা করতে হবে কি? বরং জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেবে আঙ্কারা। এর আগে তুরস্ককে ড্রোন সরবরাহ করতে যুক্তরাষ্ট্রের অস্বীকৃতির কথাও তুলে ধরেন তিনি। পরে তুরস্ক নিজেই ড্রোন নির্মাণ শুরু করায় যুক্তরাষ্ট্র নাখোশ হয়েছে বলেও জানান তিনি।

এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য প্রথম কিস্তির অর্থ রাশিয়াকে দেওয়া হয়েছে বলে এরদোগান ঘোষণা করেছেন।

এদিকে, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার বিষয়ে আঙ্কারার কাছে পেন্টাগন উদ্বেগ প্রকাশ করেছে বলেও রুশ সংবাদ সংস্থা স্পুতনিককে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই উদ্বেগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে পেন্টাগন বলেছে, ন্যাটো সদস্য হিসেবে মিত্রদেশগুলোতে ব্যবহার যোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কের ব্যবহার করা উচিত।

উল্লেখ্য, রাশিয়ার তৈরি পরবর্তী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ দিয়ে বহু দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানা যাবে। ড্রোন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পর্যন্ত নানা ধরণের লক্ষ্যবস্তু ধ্বংসের উপযোগী করে একে তৈরি করা হয়েছে।

Share

About bnews

Check Also

সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ব্যাক্তি ও জাতীয় জীবনের বিভিন্ন সাফল্য ও ব্যর্থতাকে পেছনে ঠেলে কালের গর্ভে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *