আগামী বছরে এপ্রিল মাসে ইসরায়লে আগাম নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেনে প্রধানমন্ত্রী বি: নেতানিয়াহুর মুখপাত্র। বাধ্যতামূলক ভাবে সেনাবাহিনিীতে যোগদানের ক্ষেত্রে কট্টর ইহুদিদের একটি খসড়া বিল আনা নিয়ে বিতকর্ করে তার অবসান না হওয়ায় দলগুলো নতুন নির্বাচনের এ সিদ্ধান্ত নিয়েছে।
নেতানিয়াহু চতুর্থবারের মত ক্ষতায় আছেন ও ১২০ আসনের পার্লামেন্টে খুব কম ব্যবধানে অর্থাৎ ৬১ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছেন । তার নির্ধারিত মেয়াদ শেষে নভেম্বর ২০১৯ ইং নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল।