টাংগাইল -৩ আসন থেকে সংসদ সদস্যপদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিশিষ্ট ব্যাংকার ও টাংগাইলের বিশিষ্ট ব্যাক্তিত্ব ও স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে পারিবারিকভাবে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী খান পরিবারের আতাউর রহমান খান। ব্যাক্তিগত জীবন মিতভাষী ও সাধারণ মানুষের জন্য অত্যন্ত ইতিবাচক এক ব্যাক্তিত্ব জনাব খান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার এক যোগ্য হাতিয়ার হিসাবে দলের সফলতা অগ্রযাাত্রায় এক বিশ্বস্ত প্রার্থীরুপে বিবেচনা করা হচ্ছে।
Home / জাতীয় / টাংগাইলে আওয়ামী লীগের নিবেদিত খান পরিবারের আতাউর রহমান খান একজন গ্রহণযোগ্য প্রার্থীরুপে সফল জনসংযোগ করছেন।
Check Also
সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ব্যাক্তি ও জাতীয় জীবনের বিভিন্ন সাফল্য ও ব্যর্থতাকে পেছনে ঠেলে কালের গর্ভে …