Home / জাতীয় / ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনের আনিসুল হকের বিজয় অনেকটাই সময়ের ব্যাপার মাত্র।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনের আনিসুল হকের বিজয় অনেকটাই সময়ের ব্যাপার মাত্র।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদীয় আনিসূল হকের বিরুদ্ধে তেমন তৎপরতা নেই সাংগঠনিকভাবে শক্ত অবস্থানও। ফলে আনিসুল হকের বিজয় অনেকটাই নিশ্চিত । ২০১৪ সনের ৫ জানুয়ারির নির্বাচনে প্রথমবার এসে বিনা প্রতিযোগীতায় এমপি নির্বাচিত হন ।
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মোট সংখ্যা ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ২৬ হাজার ৯৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৪ হাজার ১৪ এবং নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৩৯ জন। বিশাল ব্যাক্তিত্বের আকর্ষণ সৃষ্টিকারী হিসাবে তিনি ইতিমধ্যেই ভোটারদের মন ছেয়ে গেছেন। পৌরশহর ও গ্রামে গ্রামে দেখা গেছে আ.লীগ প্রার্থী এ্যাড. আনিসুল হকের পোস্টার ও নির্বাচনী ক্যাম্পে নির্বাচনী গান বাজিয়ে নৌকার প্রচার চলছে। কর্মী-সমর্থকেরা আগ্রহ সহকারে লিফলেট বিলাচ্ছেন। কিন্তু বিরেধীদের সমর্থণে গণংযোগ করতে তেমন তৎপরতা নেই। তাই এলাকার লোকদের প্রতি অতি দরদী এই ব্যাক্তিত্ব সম্পন্ন প্রার্থী সহজেই নির্বচনী বৈতরনী পারি দেবেন কলেই সকলের ধারণা।

About po_admin

Check Also

আধুনিক ও উন্নত শিক্ষা নিশ্চিত করবে সরকার : শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন সময়োপযোগী আধুনিক ও উন্নত শিক্ষা নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *