Home / দেশ / নির্বাচনে সহিংসতার আশঙ্কায় সকল সরকারি ও সামরিক হাসপাতাল জরুরী চিকিৎসা সেবাদানের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা নির্বাচন কমিশন (ইসি)এর।

নির্বাচনে সহিংসতার আশঙ্কায় সকল সরকারি ও সামরিক হাসপাতাল জরুরী চিকিৎসা সেবাদানের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা নির্বাচন কমিশন (ইসি)এর।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার আশঙ্কায় সকল সরকারি ও সামরিক হাসপাতাল জরুরী চিকিৎসা সেবাদানের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এ সংক্রান্ত নির্দেশনা প্রদানের দ্বারা প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তৎসঙ্গে অ্যাম্বুলেন্সগুলোও সদা প্রস্তুত রাখতে বলা হয়।
সংসদ নির্বাচনে প্রায় আট লাখ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফোর্স সহ সাত লাখের মতো ভোটগ্রহণ কর্মকর্তা ও অন্যান্য কাজে দায়িত্ব পালন করবেন। তাই তাদের প্রয়োজনে জরুরী চিকিৎসাসেবা প্রদানের জন্য ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল সার্বক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স সহকার প্রস্তুত থাকতে হবে।
ইতোমধ্যে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে বলেন, তার দেশ গত দুই সপ্তাহে সংগঠিত সহিংসতা বিষয়ে উদ্বিগ্ন রংেছে।

About po_admin

Check Also

কোচিং বাণিজ্য ও নোট বই বন্ধে আইন হচ্ছে : শিক্ষামন্ত্রী

কোচিং বাণিজ্য এবং নোট বা গাইড বই বন্ধে আইন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *