একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মভূমি টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গোপালগঞ্জ রিটার্নিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন। নির্বাচন কমিশন বেসরকারিভাবে এটিই প্রথম কোনো আসনে কাউকে জয়ী ঘোষণা করে। উল্লেখ্য যে প্রতিদ্বদ্বী বিএনপিসহ ৪ জোট প্রার্থী পেয়েছেন ২০৮ ভোট।
