Home / রাজনীতি / পঞ্চম বারের মত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী নির্বাচিত

পঞ্চম বারের মত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী নির্বাচিত

পঞ্চম বারের মত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নকলা ও নালিতাবাড়ী  অর্থাৎ শেরপুর-২ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। উক্ত এলাকা থেকে  ১৯৯১  সন থেকেই  তিনি নির্বাচিত হয়ে  আসছেন। মতিয়া ১৯৯১ সাল থেকেই নকলায় সাধারণ ভোটারদের সংগেই লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন। নির্বাচিত হয়ে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা এই এলাকাতে আমাকে নৌকা দিয়ে পাঠিছেন, তাই আজ আমি আপনারদের সাথে কাজ করার সুযোগ লাভ   করেছি।

About po_admin

Check Also

টাংগাইল -৩ আসনে বিপুল ব্যবধানে এগিয়ে থেকে বিজয়ের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন জনাব আতাউর রহমান খান।

টাংগাই- ঘাটাইল-৩ আসনে বিপুল ব্যবধানে এগিয়ে থেকে নিশ্চিত বিজয়ের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন জনাব আতাউর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *